
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে হাজার হাজার নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। নানা ধরনের ব্যানার ও পোস্টার হাতে তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন। তাদের শৃঙ্খলায় রাখতে হিমসিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরে প্রবেশের দুই গেট—গোলচত্বর ও বেবিচক সদর দফতরের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। এই দুই গেটের রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তাদের হাতে নানা ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন রয়েছে। স্লোগানে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। বিশেষ করে উত্তরা এলাকার বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন।
রাস্তাটি ফাঁকা রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশও তৎপর রয়েছেন।
এদিকে, তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বিমানবন্দরে অবতরন করে।
বিমানটি এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তারেক রহমানের জন্য চলাচলকারী নতুন বুলেটপ্রুফ গাড়ি শাহজালালে পৌঁছেছে। সঙ্গে তার বহরের অন্যান্য গাড়িও প্রস্তুত রয়েছে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।